জাতিসংঘের এক প্রতিবেদনে প্রকাশ, ২০২৪ সালে বিশ্বজুড়ে প্রায় ৫০ হাজার নারী ও মেয়ে তাদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে খুন হয়েছেন, অর্থাৎ প্রতি ১০ মিনিটে একজন নারী নিহত হয়েছেন। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় (UNODC) এবং জাতিসংঘ নারী সংস্থা (UN Women) যৌথভাবে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারীদের ৬০ শতাংশই তাদের আপনজনের হাতে প্রাণ হারিয়েছেন, যেখানে পুরুষদের ক্ষেত্রে এই হার মাত্র ১১ শতাংশ। আফ্রিকায় সর্বাধিক নারী হত্যার ঘটনা ঘটেছে, প্রায় ২২ হাজার। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নারীদের জন্য ঘরই সবচেয়ে বিপজ্জনক স্থান এবং এ প্রবণতায় কোনো উন্নতি দেখা যায়নি। জাতিসংঘ নারী নীতি বিভাগের পরিচালক সারাহ হেন্ড্রিক্স বলেন, নারী হত্যা বিচ্ছিন্ন নয়, বরং এটি ধারাবাহিক সহিংসতার অংশ। প্রতিবেদনে আরও বলা হয়, প্রযুক্তিগত অগ্রগতি নতুন ধরনের সহিংসতা যেমন অনিচ্ছাকৃত ছবি শেয়ার, ডক্সিং ও ডিপফেক ভিডিওর ঝুঁকি বাড়িয়েছে, যা মোকাবিলায় কঠোর আইন প্রণয়নের আহ্বান জানানো হয়েছে।