শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকা সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে একটি লঞ্চ। ৩০০ থেকে ৪০০ জন উঠতি বয়সি ছেলেমেয়ে পিকনিক ও ভ্রমণের উদ্দেশ্যে লঞ্চটি ভাড়া করে। ছেলে-মেয়েরা লঞ্চের ছাদে গান, বাজনা ও নাচের আয়োজন করে। লঞ্চটি রাত সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল থামে। পরে লঞ্চঘাটে থাকা অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জন লঞ্চে উঠে ছেলে-মেয়েদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই নারীকে মারধর করে এক যুবক। এক ভিডিওতে দেখা যায়, গণহারে অপ্রাপ্তবয়স্ক পুরুষ যাত্রীদের পেটাচ্ছেন ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল। দুই নারীকে পেটানো যুবক নেহাল আহমেদ বলেন, মব নিবৃত্ত করতে পিটিয়েছেন এবং ৮টি মোবাইল পুনরুদ্ধার করে ফেরত দিয়েছেন। ঘটনায় অনুতপ্ত বলেও জানান।