বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের প্রস্তাবিত চার প্রশ্নের গণভোটের স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, চারটি প্রশ্নের যেকোনো একটির সঙ্গে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়—এ প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে। শনিবার ঢাকায় অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন। রিজভী অভিযোগ করেন, গোজামিল দিয়ে গণভোট পরিচালনা করলে তা টেকসই হবে না এবং অধিকাংশ মানুষ এর উদ্দেশ্যই বুঝতে পারছে না। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ ভারত থেকে বিপুল অর্থপাচার করে দেশে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। সাধারণ মানুষের বোধগম্য ভাষায় গণভোটের প্রশ্নমালা তৈরির আহ্বান জানান তিনি।