Web Analytics
কেন্দ্রীয় শহীদ মিনারে টানা তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে স্বাস্থ্য সহকারীরা মঙ্গলবার থেকে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। সোমবার বিকেলে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক মো. ওয়াসিউদ্দিন রানা এ ঘোষণা দেন। নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের দাবিতে তারা ছয় দফা দাবি বাস্তবায়নের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের কর্মবিরতির কারণে সারা দেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্র বন্ধ রয়েছে, ফলে প্রতিদিন প্রায় দেড় লাখ মা ও শিশু নিয়মিত টিকাদান থেকে বঞ্চিত হচ্ছেন। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের দীর্ঘদিনের অবহেলা ও প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই তারা বাধ্য হয়েছেন কর্মবিরতিতে যেতে। তারা সতর্ক করেছেন, টিকা কার্যক্রম বন্ধে জনস্বাস্থ্যে ঝুঁকি তৈরি হলে তার দায় কর্তৃপক্ষকেই নিতে হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।