জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) শাপলা প্রতীক বরাদ্দ না দিয়ে পক্ষপাতমূলক ও স্বেচ্ছাচারী আচরণ করছে। দলটির দাবি, ইসি প্রথমে শাপলাকে প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছিল এবং এরপর শাপলা ব্যাপকভাবে এনসিপির প্রতীক হিসেবে পরিচিতি লাভ করে। কিন্তু পরে ইসি জানায়, শাপলা জাতীয় প্রতীকের অংশ হওয়ায় বরাদ্দ দেওয়া যাবে না। এনসিপির মতে, আইন অনুযায়ী শাপলা জাতীয় প্রতীকের একটি উপাদান মাত্র, এবং এর অন্য উপাদান ‘ধানের শীষ’ ও ‘তারকা’ ইতোমধ্যেই দলগুলোকে বরাদ্দ দেওয়া হয়েছে। এনসিপি আরও অভিযোগ করেছে, রাজনৈতিক চাপের কারণে ইসি এমন সিদ্ধান্ত নিয়েছে, যা তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে। তারা সতর্ক করেছে, এ ধরনের অবস্থান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াবে। দলটি আশা প্রকাশ করেছে, প্রয়োজনে আইন সংশোধন করে ইসি শাপলা, সাদা শাপলা বা লাল শাপলার মধ্যে কোনো একটি প্রতীক বরাদ্দ দেবে।