মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চাইলে সংখ্যাগরিষ্ঠ দলের মত অনুযায়ী আগে জাতীয় নির্বাচন দিতে হবে। স্বৈরাচারী হয়ে উঠা ঠেকাতে হলে রাজনীতিতে পরিবর্তন আনতে হবে, স্থানীয় নির্বাচন আগে দিয়ে নয়। মান্না বলেন, স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর তো লাগবে। এই সময়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেটা সামাল দিতে পারবেন? কত মানুষ মারা যাবে, বলতে পারেন? মাগুরার শিশুটির মৃত্যুতে গভীর শোক এবং ধর্ষক–হত্যাকারীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করে তিনি বলেন, নতুন বাংলাদেশের লক্ষ্য ছিল সুরক্ষার।