আগামী রোববার জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এবং অন্যান্য কর্মীরা একটি মানবিক জাহাজে করে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। যার লক্ষ্য ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রতিবাদ করা। ফ্রিডম ফ্লোটিলা এই সফরের আয়োজক, গাজাবাসীর জন্য বৈশ্বিকভাবে স্বর তুলতে ভূমিকা পালন করছেন। ভ্রমণে অংশ নেওয়াদের মধ্যে রয়েছে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান। তিনি বলেন, এই অভিযানের কয়েকটি লক্ষ্য ছিল; যার মধ্যে মানবিক অবরোধ এবং চলমান গণহত্যার নিন্দা করা, ইসরাইল রাষ্ট্রকে দেওয়া শাস্তির দায়মুক্তি এবং আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করা’। উল্লেখ্য, এর আগেও থুনবার্গ এই মাসের শুরুতে একটি জাহাজে করে গাজা ভ্রমণে যাওয়ার পথে জাহাজটি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়।