ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় কয়েক দশক পর ইরান থেকে নিজ দেশে ফিরে যাচ্ছেন বহু আফগান শরণার্থী। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানে ৪০ লাখেরও বেশি আফগান নাগরিক বসবাস করছেন, যারা যুদ্ধ ও নিপীড়নের ভয়ে দেশ ছেড়েছিলেন। নাসিমা ঘাফফারি নামে এক আফগান শরণার্থী বলেন, ‘ইরানে যুদ্ধ পরিস্থিতি সবকিছু পাল্টে দিয়েছে। সহিংসতা যত ঘনিয়ে আসছিল, ততই প্রাণ নিয়ে শঙ্কা বাড়ছিল। বাধ্য হয়ে নিজের দেশে ফিরেছি ঠিকই, কিন্তু আমাদের কাছে কিছুই নেই—না টাকা, না ঘর, শুধু অনিশ্চয়তা।’ জানা গেছে, পাকিস্তানী শরণার্থীরাও প্রাণরক্ষায় নিজ দেশে ফিরছেন।