ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করিম বলেছেন, আমরা বিএনপির শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি। কিন্তু, যে দেশের শতকরা ৯২ ভাগ মানুষ মুসলমান সে দেশে আমরা ইসলামী শাসন দেখি নাই। দেশের মানুষ এখন অধীর আগ্রহে আছে ইসলামী শাসন দেখার জন্য। পীর বলেন, বাংলাদেশে অশান্তির আগুন দাউদাউ করে জ্বলছে। হাতপাখার বাতাসের মাধ্যমে এ দেশকে ঠান্ডা করতে হবে। তিনি বলেন, ঢাবি নির্বাচনে-জাবি নির্বাচনে যারা ক্ষমতালোভী ছিল তাদেরকে দেশের তরুণ মেধাবীরা শিক্ষা দিয়েছে। আরো বলেন, যারা দেশে খুন করছে, গুম করছে তাদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের মন মানসিকতা তৈরি না করলে জাতীয় নির্বাচনেও তাদের কলঙ্ক ইতিহাস হয়ে থাকবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি ঢাকা-১৮ আসনে দল মনোনীত প্রার্থী আনোয়ার হোসেনের হাত উঁচু করিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।