খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। স্থবির হয়ে আছে জনজীবন। জেলা শহর ও গুইমারা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এসব এলাকায় যানবাহন ও মানুষের চলাচল সীমিত রয়েছে। সেনাবাহিনী ও বিজিবির পাহারায় দূরপাল্লার পরিবহনগুলো একসাথে একটি নির্দিষ্ট সময় পরপর আসা যাওয়া করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাহাড়া ছাড়া ছেড়ে যাচ্ছে না কোনও গাড়ি। এদিকে রাতে জুম্ম ছাত্র জনতার নামে একটি গ্রুপ ফেসবুকে আজ থেকে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ ডাক দিয়েছে। এর আগেও তারা সামাজিক মাধ্যমে অবরোধের ডাক দিয়ে প্রত্যাহার করে। এদিকে, মারমাদের দুই সংগঠন বলছে, জুম্ম ছাত্র জনতার ব্যনারের আড়ালে একটি বিশেষ স্বার্থান্বেষী মহল পাহাড়ি জনগণকে ব্যবহার করে অস্থিরতা সৃষ্টি করছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।