জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন যে, বাংলাদেশকে ঘিরে এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে। কুমিল্লার চৌদ্দগ্রামে এক জনসভায় তিনি বলেন, সরকার ভারতের অন্যায় দাবির কাছে নতি স্বীকার করছে এবং নিরাপত্তা উপদেষ্টার সাম্প্রতিক ভারত সফর নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। তিনি সতর্ক করে বলেন, ভারতের আধিপত্যবাদ মেনে নিলে সরকারের পরিণতি শুভ হবে না। ডা. তাহের আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনী সংস্কার না করে ক্ষমতাসীন দলের ফাঁদে পড়েছে এবং গণভোটের প্রক্রিয়াকে জটিল করেছে। তার মতে, সংস্কারের পক্ষে ভোট হলে জনগণের বিপুল অংশ জামায়াতের অবস্থানকে সমর্থন করবে। সভায় অন্যান্য জামায়াত নেতা ও স্থানীয় প্রতিনিধিরাও রাজনৈতিক সংস্কার ও জবাবদিহিতার আহ্বান জানান।