Web Analytics
বাংলাদেশ পুলিশের দাবি অনুযায়ী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত দুই সন্দেহভাজন ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেছে—এই তথ্য অস্বীকার করেছে মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে দুই সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেন, এই দাবি বিভ্রান্তিকর এবং এর কোনো প্রমাণ নেই। তারা জানান, গারো পাহাড় এলাকায় কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি এবং বাংলাদেশের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগও হয়নি।

এর আগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানান, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ নামের দুই আসামি হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যায়। তবে মেঘালয় পুলিশ জানায়, সীমান্ত পারাপার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে কোনো গোয়েন্দা তথ্য বা মাঠপর্যায়ের যাচাই নেই। বিএসএফের মেঘালয় ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক ওপি উপাধ্যায়ও বলেন, সীমান্ত অতিক্রমের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

দুই সংস্থা জানিয়েছে, সীমান্ত নজরদারি জোরদার করা হয়েছে এবং অপরাধীচক্রের সম্ভাব্য অপব্যবহার ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!