বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করছে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার মুক্তিভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী দপ্তর খোলা হয়েছে, যেখানে প্রার্থীরা দুই হাজার টাকায় ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। মঙ্গলবার অনুষ্ঠিত সভাপতিমণ্ডলীর সভায় জাতীয় সংসদের ৩০০ আসনের জন্য আবেদন আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারায় অনিয়মের প্রতিবাদে ২৩ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ, ২৬ নভেম্বর নির্বাচন কমিশন ঘেরাও এবং ৪ ডিসেম্বর ‘যমুনা যাত্রা’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে সিপিবি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জনমত গড়ে তুলতে চায়।