মাদক কার্টেলবিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ক্যারিবীয় সাগরে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। পেন্টাগনের মতে, এই মোতায়েন যুক্তরাষ্ট্রের পশ্চিম গোলার্ধে সামরিক উপস্থিতি ও প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। স্টিলথ যুদ্ধবিমান, নজরদারি বিমান ও একাধিক যুদ্ধজাহাজসহ এই সুপারক্যারিয়ার মোতায়েন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের নতুন মাত্রা নির্দেশ করছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, পরবর্তী ধাপে স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হতে পারে, যদিও নির্দিষ্ট দেশ বা এলাকা উল্লেখ করেননি। পেন্টাগন জানিয়েছে, এই উদ্যোগ অবৈধ কর্মকাণ্ড শনাক্ত ও প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সক্ষমতা জোরদার করবে। অন্যদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একে ‘যুদ্ধ পরিস্থিতি’ সৃষ্টির প্রচেষ্টা বলে অভিযোগ করেছেন। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ভেনেজুয়েলা ও তার আঞ্চলিক মিত্রদের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি চাপের ইঙ্গিত দেয়।