গাজায় স্কুল ও ধর্মীয় স্থানে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে ‘নিধন’ অপরাধ করেছে ইসরায়েল, এমন অভিযোগ করেছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। রিপোর্টে বলা হয়েছে, গাজায় ৯০ শতাংশের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও অর্ধেকের বেশি ধর্মীয়-সাংস্কৃতিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। হামলাগুলোকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছে কমিশন। এতে ফিলিস্তিনিদের জীবন ও শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে। আগামী ১৭ জুন এই রিপোর্ট জাতিসংঘ মানবাধিকার পরিষদে উপস্থাপন করা হবে, যদিও ইসরায়েল পরিষদ থেকে বের হয়ে গেছে।