বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম তার শততম টেস্ট ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশকে ২১৭ রানের জয়ে নেতৃত্ব দেন। অপরাজিত হাফ সেঞ্চুরির জন্য ম্যাচসেরা নির্বাচিত হন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিএসজেএসহ বিভিন্ন সংগঠন তাকে সম্মাননা জানায়। মুশফিকের এই অর্জন দেখে দেশের পেসাররাও এখন ১০০ টেস্ট খেলার স্বপ্ন দেখছেন, যা বাংলাদেশের ক্রিকেট বাস্তবতায় একটি বড় চ্যালেঞ্জ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, মুশফিকের নেতৃত্ব ও উদ্দীপনা তরুণদের অনুপ্রাণিত করছে। ৩৮ বছর বয়সী এই ব্যাটার জানিয়েছেন, তিনি আরও কিছুদিন খেলতে চান এবং তরুণদের পথ দেখাতে চান। আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি মুশফিকের দীর্ঘ ক্যারিয়ারের প্রশংসা করে বলেন, বাংলাদেশের মতো ধারাবাহিকতা অর্জন করতে আয়ারল্যান্ডের অনেক সময় লাগবে।