সিলেটে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৩টা ৩০ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুরে এবং এটি বাংলাদেশের অভ্যন্তরে তেমনভাবে অনুভূত হয়নি। তিনি বলেন, এ ধরনের ছোট কম্পন প্রায়ই ঘটে এবং সাধারণত তা প্রজ্ঞাপন করা হয় না। এর মাত্র কয়েকদিন আগে, ২১ নভেম্বর সকালে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে। ওই ভূমিকম্পে শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শতাধিক আহত হন। নরসিংদীতে পাঁচজন, ঢাকায় চারজন ও নারায়ণগঞ্জে একজনের মৃত্যু হয়। আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন এবং কিছু ভবনে ফাটল দেখা দেয়।