Web Analytics
রাজধানীর হাতিরঝিল এলাকায় যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনের চার দিনের নতুন রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। পুলিশ পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। শুনানিতে খাদিজা বলেন, তার বাবা অপরাধী হতে পারেন, কিন্তু তার জন্য তিনি দায়ী নন।

আসামিপক্ষের আইনজীবীরা বলেন, আগের পাঁচ দিনের রিমান্ডে কোনো তথ্য পাওয়া যায়নি, তাই নতুন রিমান্ডের যৌক্তিকতা নেই। তারা খাদিজার জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

গত ১৫ ডিসেম্বর কুমিল্লা কারাগারের সামনে থেকে খাদিজাকে গ্রেপ্তার করা হয়। ১৯ এপ্রিল হাতিরঝিল এলাকায় যুবদল নেতা আরিফ সিকদারকে গুলি করা হলে পরে তিনি মারা যান। এ ঘটনায় সুব্রত বাইনের সহযোগীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!