যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র ভারতসহ অন্যান্য দেশের আরোপ করা শুল্কের কঠোর সমালোচনা করে পালটা সমশুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২ এপ্রিল থেকে পালটা শুল্ক কার্যকর করার ঘোষণা দেন। ভারতের উদাহরণ দিয়ে ট্রাম্প বলেন, ‘ভারত আমাদের গাড়ির ওপর ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপ করে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই অযৌক্তিক বাণিজ্যনীতির মোকাবিলা করতে হবে। এতে দ্রব্যমূল্য বেড়ে গেলেও যুক্তরাষ্ট্রের অসুবিধা হবে না বলে আশ্বস্ত করেন তিনি। এক্ষেত্রে চীন, ভারত, ব্রাজিল, মেক্সিকো, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন শুল্কের আওতায় পড়তে পারে।