পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে কোনো বৈষম্য থাকবে না, সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাবে পার্বত্যবাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পার্বত্যবাসী সবার সহযোগিতা দরকার। যাতে এখানে পাহাড়ি-বাঙালি, মারমা-চাকমা, ত্রিপুরা, বম কোনো জাতিগোষ্ঠী নিজেদের আলাদা ভাবতে না পারে। তিনি বলেন, সবাই বাংলাদেশের নাগরিক উপলব্ধি করে সৌহার্দপূর্ণভাবে শান্তিতে মিলেমিশে বসবাস করতে পারে। এটাই আমাদের লক্ষ্য। গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।