প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কোনো মিছিল বা কর্মসূচি আয়োজন বা অংশগ্রহণের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সরকার ইতিমধ্যেই আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে এবং এসব কার্যক্রমে যুক্ত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শফিকুল আলম আরও অভিযোগ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মানুষ হত্যার অভিযোগ রয়েছে এবং তিনি ঢাকার ‘বড় কসাই’ নামে পরিচিত। তিনি আরও জানান, শেখ হাসিনা ভারতে বসে কী করছেন ও কী নির্দেশ দিচ্ছেন, তা সরকারের কঠোর নজরদারিতে রয়েছে।