আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার ফের ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এটি গত রোববার থেকে একই অঞ্চলে তৃতীয় ভূমিকম্প। নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র নকিবুল্লাহ রহিমি জানান, ভূমিকম্পটির কেন্দ্র ছিল পাকিস্তান সীমান্তের কাছে দূরবর্তী শিবা জেলায়। বারকাশকট এলাকায় ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ১০ কিলোমিটার গভীরে। এর আগে, কুনার ও নানগারহার প্রদেশে আঘাত হানা ভূমিকম্পে অসংখ্য গ্রাম বিধ্বস্ত হয়, গৃহহীন হয় কয়েক লাখ মানুষ এবং আহত হয় তিন হাজার ৬০০ জনেরও বেশি। বৃহস্পতিবার উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ উদ্ধার করেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৫ জনে এবং আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৬৪০ জন। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, খাদ্য, ওষুধ ও আশ্রয়ের মতো জরুরি সহায়তা দ্রুত ফুরিয়ে আসছে। ফলে ভয়াবহ সংকট তৈরি হয়েছে।