সামরিক পোশাকে মহড়া পরিদর্শন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ভিডিও প্রকাশ করেছে মস্কো। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসোভসহ সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে মহড়া স্থলে প্রবেশ করেন পুতিন। পরে কমান্ড সেন্টারে বসে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। মহড়ায় ব্যবহৃত আধুনিক অস্ত্র-সরঞ্জাম ঘুরে ঘুরে দেখেন রুশ প্রেসিডেন্ট। উল্লেখ্য, আগস্টের শেষ দিকে সিএসটিও-এর অধীনে ৭ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশে। এতে অংশ নিয়েছে— রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তানের সামরিক বাহিনী। অঞ্চলটির ৪১টি স্থানে চলা এ মহড়ায় অংশ নিয়েছেন দু’দেশের লাখেরও বেশি সেনা সদস্য। এর আগে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯০ এর দশকে গঠিত হয় সংস্থাটি।