জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাবি শাখার উদ্যোগে শুক্রবার ‘শহীদ কামরুল ফ্রি মেডিকেল ক্যাম্প–২০২৫’ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় টিএসসি চত্বরে শুরু হওয়া এই ক্যাম্পে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের কারণে নির্ধারিত বিকাল ৫টার পরও কার্যক্রম চলতে থাকে।
উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজকদের প্রশংসা করেন এবং অন্যান্য সংগঠনকেও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। শাখা সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, শিক্ষার্থীদের ব্যস্ততা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেই চিকিৎসা নিতে পারেন না, সেই ঘাটতি পূরণেই এই উদ্যোগ। প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা চিকিৎসা ও ওষুধ সেবা গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য, শিক্ষক ও জাকসু নেতৃবৃন্দ ক্যাম্প পরিদর্শন করেন। নিবন্ধিত অংশগ্রহণকারীদের কলম, চাবির রিং ও নোটপ্যাড উপহার দেওয়া হয়, যা অনুষ্ঠানটিকে আরও অংশগ্রহণমূলক করে তোলে।