সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ২০২০ সালে নির্যাতনে নিহত রায়হান উদ্দিন হত্যা মামলার যুক্তিতর্ক আবারও পিছিয়েছে। মহানগর দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ কারাগারে থাকা একমাত্র আসামি বহিষ্কৃত এএসআই আশেক এলাহির আবেদনের পর রোববার নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে পাঁচ আসামির যুক্তিতর্ক শেষ হয়েছে। আদালত সূত্র জানিয়েছে, পরবর্তী শুনানি শেষে রায়ের তারিখ নির্ধারণ হতে পারে। বৃহস্পতিবার পলাতক আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। মামলার প্রধান আসামি সাবেক এসআই আকবর হোসেন ভূঁইয়া জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন। রায়হানের স্ত্রী পুলিশ হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা করেন। তদন্তে নির্যাতনের প্রমাণ মেলায় সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তিনজনকে গ্রেপ্তার করে পিবিআই। ২০২১ সালের মে মাসে ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।