বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। রাষ্ট্রদূত বলেন, নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বেশি হবে বলে তিনি আশা করেন। প্রধান উপদেষ্টা বলেছেন, ৬০ শতাংশ ভোট পড়বে, আমরাও একই প্রত্যাশা করি। তার এই মন্তব্যে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক আগ্রহ ও গণতান্ত্রিক স্বচ্ছতার গুরুত্ব প্রতিফলিত হয়েছে। আসন্ন নির্বাচনের সুষ্ঠুতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের নজর এখন বাংলাদেশের দিকে রয়েছে।