ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহতের ঘটনা প্রসঙ্গে বলেন, 'আমাকে বলা হয়েছে যে, তারা ভুল করেছে। কিন্তু আমি মনে করি এটি একটি ভয়ংকর। আমি মনে করি পুরো যুদ্ধটাই একটা ভয়ংকর ব্যাপার। যুদ্ধ শুরু করাটা ক্ষমতার অপব্যবহার। সে সময় আমি প্রেসিডেন্ট হলে কখনোই যুদ্ধ শুরু হতে দিতাম না। যুদ্ধটা লজ্জার।’ তবে ভুল করেছে কারা বলেছে এই প্রশ্ন এড়িয়ে যান ট্রাম্প। ট্রাম্প বলেন, এটি বাইডেনের যুদ্ধ। এটি আমার যুদ্ধ নয়। আমি শুধু এটি বন্ধ করার চেষ্টা করছি যাতে আমরা অনেক জীবন বাঁচাতে পারি।’ ইউক্রেন বলছে, রুশ সীমান্ত থেকে ৩১ কিলোমিটার দূরে অবস্থিত উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তারা সেখানে ‘পাম সানডে’ উদ্যাপন করতে জড়ো হয়েছিল। জেলেনস্কি রাশিয়াকে আরও চাপ দেওয়ার পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেছেন।