মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দরকার হলে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বা প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। এর আগে, গত সপ্তাহেই ওমানে একটি বৈঠকে হয় ইরানী ও মার্কিন প্রতিনিধি দলের। সেখানে সম্ভাব্য একটি পরমাণু চুক্তির কাঠামো নির্ধারণ করা হয়। যাকে একজন মার্কিন কর্মকর্তা ‘খুব ভালো অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেন। ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছি’।