দিল্লি বিশ্ববিদ্যালয় একাডেমিক স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে সমালোচনার মুখে পড়েছে, গণতন্ত্র বিষয়ক দীর্ঘদিনের সেমিনার বাতিল করে একই দিনে শিক্ষক-শিক্ষার্থীদের ‘জাতীয় গরু সম্মেলন’-এ অংশ নিতে নির্দেশ দেওয়ার পর। সমাজতত্ত্বের অধ্যাপক নন্দিনী সুন্দরসহ সমালোচকেরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন হিন্দুত্ববাদী এজেন্ডা এগিয়ে নিতে সেকুলার ও গণতান্ত্রিক আলোচনাকে দমন করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে, অনুমতি না নেওয়ায় সেমিনারটি বাতিল করা হয়েছে, তবে আয়োজকেরা বলেছেন, ছয় দশকের ইতিহাসে এমন অনুমতির প্রয়োজন হয়নি। ডেমোক্র্যাটিক টিচার্স ফ্রন্ট ঘটনাটিকে আদর্শিক দমনপীড়ন হিসেবে আখ্যা দিয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, মোদি সরকারের অধীনে বিশ্ববিদ্যালয়গুলো ক্রমবর্ধমান রাজনৈতিক নিয়ন্ত্রণ ও মতপ্রকাশের সীমাবদ্ধতার মুখে পড়ছে। এই বিতর্ক ভারতের উচ্চশিক্ষায় স্বাধীনতার সংকোচন ও রাজনৈতিক প্রভাব বৃদ্ধির আশঙ্কা জোরদার করেছে।