ভৈরবে এনসিপি নেতা আখতার হোসেন বলেন, আমরা আর টাকা পাচারের রাজনীতি দেখতে চাই না। দেশকে যারা দীর্ঘ সময় শাসনের নামে শোষণ করেছেন; সেতু, কালভার্ট, রাস্তাঘাট করার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। দুর্নীতি করেছেন, লাখ লাখ টাকা বিদেশে পাচার করেছেন তাদের বিচার করতে হবে। তিনি বলেন, জুলাইয়ে হাসিনাকে উৎখাত করেছি। একজনকে সরিয়ে আরেকজনকে বসানোর জন্য আন্দোলন করিনি। ভৈরবকে জেলা করা সময়ের দাবি ছিল কিন্ত হাসিনা করেননি। সেই দাবি পূরণ হবে। আখতার হোসেন বলেন, গণঅভ্যুত্থানে যারা জীবন হারিয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, হাত-পা হারিয়েছে, অন্ধ হয়েছে তাদের প্রতিদান দেশবাসী কখনও ভুলবে না। বাংলাদেশের নতুন স্বপ্নের বিরুদ্ধে যদি কেউ বিরোধিতা করে তবে ভৈরববাসীকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।