জাতিসংঘের চলমান অধিবেশনে ফিলিস্তিন, রোহিঙ্গা ও বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানিয়েছে ইসলামী আন্দোলন। দলটির মুখপাত্র আতাউর রহমান বলেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো গাজায় চলমান গণহত্যা। ইসরাইলের নির্মম বর্বরতা সহ্য করার মতো নয়। বাংলাদেশকেও ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘ অধিবেশনে দৃঢ় অবস্থান নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন, সুশাসনের জন্য সংগ্রাম এবং দেশকে নিয়ে বিভিন্ন সময়ে চালানো অপপ্রচারের জবাব বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি পাচারকৃত টাকা ফেরত আনা এবং খুনি-দুর্নীতিবাজদের দেশে প্রত্যর্পণের বিষয়েও আন্তর্জাতিক সমর্থন আদায় করতে হবে। আরো বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়-দায়িত্ব নিয়ে উদাসীনতা বিশ্ববাসীর সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। লাখ লাখ রোহিঙ্গাকে দেশান্তরিত করা হলেও জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে কার্যকর ভূমিকা নেয়নি। কেবল ত্রাণ সহায়তার মধ্যে সীমাবদ্ধ থেকেছে।