অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে পার্থে অনুষ্ঠিত প্রথম অ্যাশেজ টেস্ট মাত্র দুই দিনেই শেষ হওয়ায় প্রায় ৩০ লাখ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ২৪ কোটি টাকা) ক্ষতির মুখে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ট্রাভিস হেডের ঝড়ো ব্যাটিংয়ে অজিরা ৮ উইকেটে জয় পেলেও তৃতীয় ও চতুর্থ দিনের টিকিট বিক্রি না হওয়ায় আয় কমে গেছে। দুই দিনে মোট ১ লাখ ১ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকলেও বাকি দিনের খেলা না হওয়ায় আর্থিক ক্ষতি এড়ানো যায়নি। সিএ প্রধান নির্বাহী টড গ্রিন জানান, এই ক্ষতি সম্প্রচার সংস্থা ও বোর্ড উভয়ের ওপর প্রভাব ফেলবে। গত অর্থবছরে সিএ ১১.৩ মিলিয়ন ডলার ক্ষতির কথা জানিয়েছিল, যার মধ্যে ভারত সিরিজের খরচও অন্তর্ভুক্ত। তবে চেয়ারম্যান মাইক বেয়ার্ড জানিয়েছেন, চলতি বছরে ২০ মিলিয়ন ডলারের বেশি উন্নতি হয়েছে এবং আগামী মৌসুমে দর্শক, স্পনসর ও ভিউয়ারশিপ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।