নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দীর্ঘ ১৭ বছর বিএনপিকে ইফতার মাহফিল করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ফখরুল ইসলাম। তিনি বলেন, ওবায়দুল কাদেরের নির্দেশে তার ভাই কাদের মির্জার সশস্ত্র বাহিনী এটা করেছে। ওয়াজ মাহফিল করতে হলেও আওয়ামী লীগের নেতা ও পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে অনুমতি নিতে হতো। এক কথায় আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার আড়ালে দেশকে জিম্মি করে রেখেছিল। তিনি আরো বলেন, ‘বৈষম্যহীন নতুন বাংলাদেশকে আর কখনও চাঁদাবাজ, দখলবাজ, বালু খেকো, মাটি খেকো, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া যাবে না।