বান্দরবানের লামার দুর্গম এলাকায় অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জেলার শীর্ষস্থান অর্জন করেছে। এর সাধারণ শাখার ৯৭ জন শিক্ষার্থী সবাই পাস করেছে, যার মধ্যে ১৬ জন পেয়েছে জিপিএ-৫। ভোকেশনাল শাখা থেকে ৫১ জনের মধ্যে ৫০ জন পাস করে এবং ১৪ জন জিপিএ-৫ পায়। স্কুলটি এ সাফল্যের পেছনে ধ্যানচর্চা, আবাসিক পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতাকে কৃতিত্ব দিয়েছে। আলীকদম ও বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। লামা উপজেলার সার্বিক পাসের হার তুলনামূলকভাবে কম, সবচেয়ে খারাপ করেছে সরই উচ্চ বিদ্যালয়।