Web Analytics
নড়াইলের লোহাগড়া উপজেলায় অন্যের গাছ থেকে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে তাজিম মোল্যা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রাতে তাজিম ও তার তিন বন্ধু ইনজামুল শেখ, শিপন শেখ ও ইব্রাহীম শেখ স্থানীয় দোকানে ক্যারাম খেলতে গিয়ে পরে সুপারি চুরি করতে যায়। এ সময় তাজিম গাছ থেকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায় বলে ধারণা করা হচ্ছে।

রাতভর খোঁজাখুঁজির পর রোববার সকালে স্থানীয়রা তাজিমের মরদেহ বাড়ির পাশের পুকুরপাড়ে দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ তাজিমের তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Card image

Related Videos

logo
No data found yet!