Web Analytics
১৪ আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিকতা মুক্তি ও প্রথম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ব্রিটিশ দখলদারদের ১৯০ বছরের ঔপনিবেশিকতা মুক্ত হয়ে ১৯৪৭ সালের ১৪ আগস্ট স্বাধীন মুসলিম রাষ্ট্র পাকিস্তানের জন্ম না হলে আজ আমরা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র পেতাম না। বরং হিন্দুস্তানের তৃতীয় শ্রেণির নাগরিক হয়ে নির্যাতিত-নিপীড়িত হতাম। তাই আমাদেরকে একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাই বিপ্লবের পাশাপাশি সাতচল্লিশের স্বাধীনতাকেও ধারণ করতে হবে।’ অনুষ্ঠানে কর্নেল (অব.) হাসিনুর রহমান বীরপ্রতীক বলেন, বাঙালি মুসলমান ছিল নির্যাতিত কৃষক আর হিন্দুরা ছিল জমিদার। তাদের কারণে আমাদের পূর্ব পুরুষরা জুতা পরতে, মাথায় ছাতা ধরতে পারতেন না। স্কুলে যেতে হতো ধুতি পরে। কিন্তু ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠার মাধ্যমে প্রথম স্বাধীনতা পাওয়ায় আমরা হিন্দুদের জমিদারি থেকে মুক্তি পেয়েছি। একই অনুষ্ঠানে শামসুদ্দীন প্রীতি বলেন, ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪—এগুলো একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশ কোনোভাবেই পরস্পরের বিরোধী নয় বরং একে অপরকে সম্পূর্ণ করে।

Card image

Related Videos

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।