ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদের সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার মো. তারিকুল আলম বুধবার (১৯ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে মো. কাজী একরামুল হক এবং সাধারণ সম্পাদক পদে মো. শফিউল আলম নির্বাচিত হন। সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, হিসাব নিরীক্ষক, সাহিত্য-সাংস্কৃতিক, ক্রীড়া, ধর্মীয় ও সামাজিক সম্পাদকসহ নির্বাহী সদস্য পদেও ঐক্য পরিষদের প্রার্থীরা নির্বাচিত হন। নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তাদের সবাইকে নির্বাচিত ঘোষণা করা হয়। মনোনয়ন জমার শেষ তারিখ ছিল ১৩ নভেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১৮ নভেম্বর এবং ভোটগ্রহণের দিন নির্ধারিত ছিল ২৭ নভেম্বর। ফলে বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ পুরো প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে।