মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না জানিয়ে বিএনপি নেতা ফজলুর রহমান বলেছেন, যেদিন থেকে জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, সেদিন থেকে আমি তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি। বিদেশ থেকে তাকে হত্যার জন্য নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে ফজলুর রহমান বলেন, আজ আমার বাসার সামনে মব তৈরি করে হত্যার স্লোগান দেয়া হয়েছে। তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা ও আইনজীবী হিসেবে আমার এ দেশে পূর্ণ মর্যাদায় বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু আমাকে হত্যা করতে স্লোগান দেয়া হচ্ছে। এরা সবাই জামায়াতের লোক। আরও বলেন, মৃত্যুকে আমি ভয় পাই না কিন্তু অপমৃত্যু আমার প্রাপ্য না। হে বাংলাদেশের মানুষ, যে দেশের জন্য আমি ৫৪ বছর আগে যুদ্ধ করেছি, সেই দেশে কি অপমৃত্যু কাম্য? জামায়াতের লোকেরা বলেছে, ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে। ৫ আগস্টকে কালো শক্তি বলেননি দাবি করে পুরো বক্তব্য শোনার আহ্বান জানান। কোনো অন্যায় করলে এর জন্য ক্ষমা চাইতেও প্রস্তুত উল্লেখ করে বলেন, শোকজের জবাব তিনি তার দলকে দেবেন।