জাতিসংঘের অপরাধ ও মাদক সংস্থা (ইউএনওডিসি) এবং ইউএন উইমেনের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বজুড়ে ৫০ হাজারের বেশি নারী ও কিশোরী নিজেদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন—গড়ে প্রতিদিন ১৩৭ জন বা প্রতি ১০ মিনিটে একজন। ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্তর্জাতিক দিবস–২০২৫’ উপলক্ষে প্রকাশিত এই প্রতিবেদনে উল্লেখ করা হয়, নারীদের হত্যার ৬০ শতাংশই ঘটেছে স্বামী, প্রেমিক, সাবেক সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে, যেখানে পুরুষ হত্যার ক্ষেত্রে এই হার মাত্র ১১ শতাংশ। জাতিসংঘ সতর্ক করেছে, এসব নারীনিধন প্রতিরোধযোগ্য হলেও দুর্বল সুরক্ষা ব্যবস্থা, পুলিশের অপ্রতুল প্রতিক্রিয়া এবং সামাজিক সহায়তার ঘাটতির কারণে ঝুঁকি বাড়ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক দেশেই তথ্য সংগ্রহ দুর্বল এবং অনেক হত্যাকাণ্ড ফেমিসাইড হিসেবে শ্রেণিবদ্ধ হয় না।