এনসিপির বিরুদ্ধে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্রের যে অভিযোগ, তা সত্যি নয় বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাৎকারে নাহিদ বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এখনো সমস্যার মুখে পড়ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়। সংস্কার ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো ইতিবাচক নয় বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ইতিবাচক শক্তি হিসেবে আবির্ভূত থাকতেই রাজনৈতিক দল গঠন করা হয়েছে। তাদের শক্তিকে শতকব্যাপী শক্তিশালী রাখার আশা প্রকাশ করে নাহিদ বলেন, কেউই জানতেন না, একটি অভ্যুত্থান হবে। আমি আন্তরিকতার সঙ্গে আশা করি এবং বিশ্বাস করি যে আমরা বিজয়ী হতে চলেছি।