ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ তারিখে তিন দিনব্যাপী নবম নন-ফিকশন বইমেলা শুরু হয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদ ও দৈনিক বণিক বার্তার যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। তিনি বলেন, বই কেনা, পড়া, নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণের ক্ষেত্রে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে সংযোগ স্থাপনেও সহায়ক।
অধ্যাপক বিদিশা আশা প্রকাশ করেন, এই মেলা শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলবে এবং তাদের বিশ্লেষণ ক্ষমতা বাড়াবে। ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, নির্বাচনের কারণে এবারের আন্তর্জাতিক বইমেলা বিলম্বিত হবে, তাই এই উদ্যোগ পাঠকদের জন্য আনন্দের। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ও প্রকাশনা খাতের বিভিন্ন ব্যক্তিত্ব।
মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থাসহ মোট ৩৯টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে এবং আগামী ১২ জানুয়ারি মেলা শেষ হবে।