গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৪২৯ জন রোগী ভর্তি হয়েছেন, যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ। তবে নতুন করে কোনো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, বরিশাল বিভাগে সর্বাধিক ১৪৯ জন ভর্তি, এরপর চট্টগ্রামে ৫৭, ঢাকার বাইরে ৬১, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে যথাক্রমে ৪২ ও ৪৫ জন, রাজশাহীতে ৫৪ এবং খুলনায় ২১ জন ভর্তি হন। একই সময়ে ৩৫৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।