বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনতে ভারতের কাছে পাঠানোর জন্য একটি কূটনৈতিক নোট প্রস্তুত করা হচ্ছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চিঠিটি এখনো পাঠানো হয়নি, তবে শিগগিরই নোট ভারবালের মাধ্যমে পাঠানো হতে পারে। রায়ের কপি পাঠানো হবে না, বরং রায়ের বিষয়টি জানিয়ে দুইজনকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে। এর আগে একই বিষয়ে পাঠানো চিঠির কোনো জবাব পাওয়া যায়নি, তবে এবার পরিস্থিতি ভিন্ন বলে জানান তিনি। তৌহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এ ধরনের প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি রয়েছে এবং সরকার আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়াটি এগিয়ে নিতে চায়।