শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে, যা গত ৩৬ ঘণ্টায় তৃতীয়বারের মতো ঘটল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৭ এবং উৎপত্তিস্থল ছিল ঢাকার তিন মাইল দূরে, গভীরতা ৬.২ মাইল। এর আগে শুক্রবার সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্পে বাংলাদেশ ও ভারতের কিছু অংশ কেঁপে ওঠে। সেই ভূমিকম্পে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মাগুরা জেলায় অন্তত ১০ জন নিহত ও ৪৬০ জনের বেশি আহত হন। শনিবার সকালেও নরসিংদীর পলাশ উপজেলায় ৩.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। পরপর তিন দফা ভূমিকম্পে রাজধানীসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সরকার ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ ও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।