বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশ আয়োজনের অভিযোগে কয়েকজন বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ। বুধবার রাতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এবং প্রবাসীদের রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানায়।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন এলাকায় হলরুম, রেস্তোরাঁ ও ব্যক্তিগত বাসায় অননুমোদিত সংগঠনের ব্যানারে সভা ও প্রচারণা চালানো হচ্ছিল। এসব কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। দূতাবাস প্রবাসীদের সৌদি আইন-কানুন মেনে চলার পরামর্শ দিয়েছে।
এই ঘটনাকে প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। সৌদি আরবে রাজনৈতিক কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় দূতাবাসের এই নির্দেশনা ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।