বলিভিয়ায় কোপা বলিভিয়ার কোয়ার্টার ফাইনালে ব্লুমিং ও রিয়াল ওরুরোর ম্যাচে ঘটে গেছে এক নজিরবিহীন ঘটনা। ম্যাচটি ২–২ গোলে শেষ হলেও ব্লুমিং অ্যাগ্রিগেটে সেমিফাইনালে ওঠে। কিন্তু ম্যাচ শেষে উদযাপনকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে মারামারি শুরু হয়। বলিভিয়ান গণমাধ্যম এল পোতোসি জানায়, রিয়াল ওরুরোর সেবাস্তিয়ান জেবায়োস ও হুলিও ভিলাওয়ের অংশগ্রহণে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ওরুরো কোচ মার্সেলো রোব্লেদো আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০ জন পুলিশ মাঠে প্রবেশ করে এবং টিয়ার গ্যাস ব্যবহার করে। সরকারি রিপোর্টে বলা হয়েছে, ব্লুমিংয়ের সাতজন ও ওরুরোর চারজন খেলোয়াড়সহ দুই দলের কোচ ও সহকারীরা লাল কার্ড দেখেছেন—মোট ১৭ জন। সহিংস আচরণের কারণে ব্লুমিংয়ের ছয়জন খেলোয়াড়কে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।