বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এনসিপির এখনও নিবন্ধন হয়নি। ওই দল হলো আমাদের ছেলে-নাতিদের বয়সি। বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে ওদের কথা বলার বয়স হয়নি। কোনো রাজনৈতিক দলের প্রতি বিএনপির বিদ্বেষ নাই। তিনি বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, যে গণতন্ত্রের জন্য শহীদ আবু সাঈদ জীবন দিয়েছেন। সরকার নির্বাচন দিতে শুধু গড়িমসি করে। কিছু রাজনৈতিক দল আছে যাদের দুই-তিনজন ছাড়া কোনো লোক নাই, তারা এসে বড় বড় বক্তব্য দেয়, সংস্কারের কথা বলে নানারকম বুদ্ধি দেয়। ছাত্র দুইজনকে উপদেষ্টা বানিয়েছে, তারা দ্রুত দুর্নীতির কাছে আত্মসমর্পণ করেছে। হাফিজ বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন দিতে চান। এরপরও কিছু কিছু উপদেষ্টা তাকে ভুল বোঝায়। এ সময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ঐক্যবদ্ধ থাকলে বিএনপি সরকার গঠন করবে।