বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির সংশয় আছে। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে এ বিষয়ে নেতাকর্মীদের কারও পাতানো ফাঁদে পা না দেয়ার আহ্বান জানান গয়েশ্বর। এই নেতা বলেন, এর আগে নানাজনের নানা কথায় খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি। দীর্ঘ লড়াই-সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবকে পরিণত হয়েছেন। তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন, লড়ে যাচ্ছেন গণতন্ত্রের জন্য। বেগম জিয়া নিজে কখনো জন্মদিন পালন করতেন না, আমরাই করতাম।’ গয়েশ্বর বলেন, ‘এখনো গণতন্ত্র হাতের নাগালের বাইরে। আমরা বিশ্বাস করতে চাই নির্বাচন হবে। তবে ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে।’