Web Analytics
রাজশাহীতে সিট নিয়ে বাকবিতণ্ডার জেরে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে আলাউদ্দিন আলী টগর (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। গত ৩০ নভেম্বর বিকেলে টগর ও তার বোন চাঁপাইনবাবগঞ্জগামী একটি লোকাল বাসে ওঠেন। সিট না থাকায় তিনি সুপারভাইজার ও হেলপারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে বাসটি না থামিয়ে চালক দ্রুতগতিতে চালাতে থাকেন এবং হেলপার ও সুপারভাইজার টগরকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে সোমবার বিকেলে তার মৃত্যু হয়। নিহতের ভাই দুলাল হোসেন কাশিয়াডাঙ্গা থানায় বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ বাসটি জব্দ করেছে এবং ঘটনাটি এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!