মানিকগঞ্জে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে রোববার পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা ঘটে। আবুল সরকারের মুক্তির দাবিতে তার অনুসারীরা শহীদ স্মৃতিস্তম্ভের পাশে অবস্থান নিলে তৌহিদী জনতা তাদের ওপর ধাওয়া দেয়। এতে তিন বাউল অনুসারী ও এক তৌহিদী জনতা সদস্যসহ চারজন আহত হন। আহতদের পুলিশ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সকাল ৯টার দিকে তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্রবেশ করে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়, যেখানে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ও ইসলামবিরোধী বাউল কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়। পুলিশ জানায়, মিছিলটি প্রথমে শান্তিপূর্ণ ছিল, কিন্তু হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আবুল সরকার বাংলাদেশ বাউল সমিতির সভাপতি, যিনি ১ নভেম্বর একটি গানের আসরে কটূক্তি করার অভিযোগে ২০ নভেম্বর গ্রেপ্তার হন।